ইথিওপিয়ায় বিমান বাহিনীর হামলা টিগ্রেতে

author-image
Harmeet
New Update
ইথিওপিয়ায় বিমান বাহিনীর হামলা টিগ্রেতে

নিজস্ব সংবাদদাতাঃ ইথিওপিয়ার বিমান বাহিনী টিগ্রের উত্তরাঞ্চলের একটি বাজারে বোমা বর্ষণ করে, যার ফলে কয়েক ডজন লোক নিহত এবং শত শত আহত হয়। প্রত্যক্ষদর্শীদের মতে, ইথিওপিয়ার বিমান বাহিনী এই অঞ্চলের রাজধানী মেকেলে থেকে ২৫ কিলোমিটার দূরে টোগোগা শহরে আঘাত হানে। ইথিওপিয়ার সামরিক বাহিনী দাবি করেছে যে তারা সন্ত্রাসীদের নিষ্ক্রিয় করতে এই হামলা চালিয়েছে।
সূত্র জানিয়েছে যে সাম্প্রতিক দিনগুলিতে টিগ্রেয়ান বিদ্রোহী বাহিনী উল্লেখযোগ্য অগ্রগতি করেছে এমন খবরের পরে বিমান হামলাটি করা হয়। প্রায় আট মাস আগে সংঘর্ষ শুরু হওয়ার পরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত হয়েছে।



আরও খবরঃ

https://anmnews.in/Home/GetNewsDetails?p=4127

/

https://anmnews.in/Home/GetNewsDetails?p=4124


For more details visit

www.anmnews.in


Follow us at

https://www.facebook.com/newsanm