হরি ঘোষ, দুর্গাপুর : প্রায় ৫০০ গ্রাম মাদক সহ এক মাদক পাচারকারীকে গ্রেফতার করলো দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। ধৃতের নাম মনিরুল শেখ। নদিয়ার বাসিন্দা মনিরুল শেখ উত্তরপ্রদেশ থেকে এই মাদক পাচারের উদেশ্য নিয়ে দুর্গাপুর স্টেশন সংলগ্ন শিমুলতলা বস্তিতে ডেরা করেছিল। মাদক হাত বদলের উদ্দেশ্যে এই শিমুলতলা বস্তিতে এসেছিল বলে পুলিশের প্রাথমিক অনুমান। সেই সঙ্গে পুলিশের প্রাথমিক অনুমান, এই মাদক হেরোইন। দুর্গাপুর স্টেশন বাস স্ট্যান্ডের কাছ থেকে এই মাদক হাত বদল হওয়ার কথা ছিল। গোপন সূত্রে খবর পেয়ে কোকওভেন থানার পুলিশ স্টেশনের বাস স্ট্যান্ড সংলগ্ন শিমুলতলা বস্তিতে এলাকা থেকে আটক করে। পরে মনিরুলকে পুলিশ গ্রেফতার করে। উদ্ধার হওয়া হেরোইনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি টাকার মতো হবে বলে পুলিশের প্রাথমিক অনুমান। ধৃতকে ১৪ দিনের পুলিশি হেফাজতে চেয়ে আসানসোল আদালতে পেশ করে। এই ধৃতকে হেফাজতে নিয়ে অপরাধ চক্রের মূল পান্ডার কাছ পর্যন্ত পুলিশ পৌঁছতে চাইছে।