এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কবে হবে জানেন?

author-image
Harmeet
New Update
এই শতাব্দীর দীর্ঘতম চন্দ্রগ্রহণ কবে হবে জানেন?

নিজস্ব সংবাদদাতাঃ নাসা সূত্রে জানা যায়, আগামী ১৯ নভেম্বর   শতাব্দীর দীর্ঘতম আংশিক চন্দ্রগ্রহণ হবে।  উত্তর আমেরিকা সাক্ষি থাকবে এই দুরদান্ত দৃশ্যের। নাসা সূত্রে জানা যায়,  এই চন্দ্রগ্রহণটি ৩ ঘন্টা ২৮ মিনিট পর্যন্ত স্থায়ী হতে পারে । এই সময় চাঁদের ৯৭% লাল রঙের দেখা যাবে। গ্রহণটি ১৮ এবং ১৯ নভেম্বর অনুষ্ঠিত হবে এবং সারা বিশ্বের মানুষ তাদের সময় অঞ্চলের উপর নির্ভর করে বিভিন্ন সময়ে এক ঝলক এই গ্রহণ দেখতে সক্ষম হবে। ভারতীয় সময়ে দুপুর ১ঃ৩০-এ এই গ্রহণ সম্পন্ন হবে। 

 নাসা সূত্রে আরও জানা যায়, " এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ। ১৮ এবং ১৯ নভেম্বর  রাতেই সম্পন্ন হবে এই গ্রহণটি।'' এই গ্রহণ দেখা যাবে  দক্ষিণ আমেরিকা, পূর্ব এশিয়া, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং অস্ট্রেলিয়া থেকেও দৃশ্যমান হবে।