রেকর্ড গড়লেন বুমরা

author-image
Harmeet
New Update
রেকর্ড গড়লেন বুমরা



নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ তে সবচেয়ে বেশী উইকেট নিয়েছেন বুমরা। তিনি টপকে গেলেন যুবেন্দ্র চাহাল-কে। টি-২০ তে ধ্বংসাত্মকভাবে বল করে রেকর্ড গড়লেন যশপ্রীত বুমরা। চাহালের ঝুলিতে ছিল ৬৩ উইকেট আর বর্তমানে বুমরা-র ঝুলিতে আছে ৬৪ উইকেট।