/anm-bengali/media/post_banners/VCI7VLA0tfBAjla41HGZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ প্রেম ভেঙে যাওয়ার অনুভূতি সত্যিই খুব দুঃখের। যাঁদের জীবনে অন্তত একবার প্রেম ভেঙেছে, তাঁরা প্রত্যেকেই একমত হবেন এ কথার সঙ্গে। কিন্তু প্রেম ভাঙার চেয়েও খারাপ যদি কিছু থেকে থাকে, তা হল একতরফা ভালোবাসা। মানে এ এক বিচিত্র পরিস্থিতি। আপনি কোনও পুরুষকে ভালোবাসেন (উলটোটাও হতে পারে), কিন্তু কিছুতেই তাঁকে বলে উঠতে পারছেন না, তিনি আপনার চোখের সামনে ঘুরে বেড়াচ্ছেন আর আপনি মনে মনে দীর্ঘশ্বাস আর আড়ালে চোখের জল মুছছেন, এটা একরকম একতরফা। আর একরকম হল, আপনি নিজের অনুভূতির কথা তাঁকে জানালেন অথচ উনি পাত্তাই দিলেন না, তা হলে তা আরও বেশি কষ্টের। কারণ এ ক্ষেত্রে প্রিয় মানুষের ভালোবাসা না পাওয়ার সঙ্গে যোগ হয় প্রত্যাখ্যাত হওয়ার বেদনা আর অপমানবোধ। পরে অনেকে হয়তো ফের মাথা তুলে দাঁড়িয়ে ওঠেন, কিন্তু বুকের গভীরে ক্ষতচিহ্ন হয়ে থেকে যায় সেই একতরফা প্রেমের স্মৃতি, মাঝখান থেকে জীবনের মূল্যবান সময় নষ্ট হয়ে যায় অনেকটাই!
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us