সুব্রতর মৃত্যুতে মিটে গেল শাসক-বিরোধীর দূরত্ব

author-image
Harmeet
New Update
সুব্রতর মৃত্যুতে মিটে গেল শাসক-বিরোধীর দূরত্ব

নিজস্ব সংবাদদাতাঃ পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের মৃত্যুতে বঙ্গ রাজনীতিতে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এদিকে তাঁর মৃত্যুতে যেন মিটে গেল শাসক-বিরোধীর দূরত্ব। সকল রাজনৈতিক দ্বন্দ্ব একদিকে সরিয়ে তাঁর শেষ যাত্রায় পা মেলাল বিজেপি-কংগ্রেস-বাম-তৃণমূল। রবীন্দ্র সদনে রাখা হয়েছে সুব্রতর মরদেহ। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে যান দিলীপ ঘোষ, রাহুল সিনহা থেকে শুরু করে সুজন চক্রবর্তী প্রমুখরা। কে কী বললেন দেখে নিন এক নজরে ...



দিলীপ ঘোষ, বিজেপি নেতাঃ
'বাংলার রাজনীতির পিতামহ ছিলেন সুব্রত মুখার্জী।'



প্রদীপ ভট্টাচার্য, কংগ্রেস নেতাঃ
'মতবিরোধ হলেও বন্ধুত্ব ছাড়েননি সুব্রতবাবু।'



শমীক ভট্টাচার্য, বিজেপি নেতাঃ
'মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা সুব্রত মুখোপাধ্যায়ের ছিল। মুখ্যমন্ত্রী হলে বৃত্ত সম্পূর্ণ হত।'



সুজন চক্রবর্তী, বাম নেতাঃ
'রসবোধ সম্পন্ন মানুষ ছিলেন।'