নিজস্ব সংবাদদাতাঃ গত বছর এই সময় পেঁয়াজের দাম ছিল ৮০-৯০ টাকা প্রতি কেজি। তবে এবার আর কোনও ঝুঁকি নিতে চায়নি কেন্দ্রীয় সরকার। দাম নিয়ন্ত্রণ করার জন্য কিছু পেঁয়াজ আগে থেকেই মজুত করা হয়েছিল। বুধবারই কেন্দ্রের তরফে জানানো হয়েছিল বাফার স্টক থেকে প্রায় ১.১১ লাখ টন পেঁয়াজ ছাড়া হয়েছে। তার জেরেই বাজারে দাম কমছে পেঁয়াজের। এর জেরে খুচরো বাজারে পেঁয়াজর দাম কমেছে কেজি প্রতি ৫টাকা থেকে ১২টাকা।