চায়না আলোর দাপটে কমেছে মাটির প্রদীপের চাহিদা

author-image
Harmeet
New Update
চায়না আলোর দাপটে কমেছে মাটির প্রদীপের চাহিদা

হরি ঘোষ, জামুড়িয়া: মহামারীর ফলে সাধারণ মানুষের অর্থনৈতিক সংকটের সুযোগে ভারতীয় সংস্কৃতিরকে পিছনে ফেলে বাজার দখল চায়না সামগ্রির। বাজারে শুধু চায়না বাতির রমরমা। ব্যবসায় মন্দার ফলে আরো অর্থনৈতিক সংকটে মাটির প্রদীপ নির্মাতা থেকে বিক্রেতারা। কালীপুজো ও দীপাবলিতে ঘি ও সরষের তেলের প্রদীপ জ্বালানোর প্রথা রয়েছে প্রাচীন সময় থেকে। সারাবাড়ি প্রদীপ জ্বালিয়ে ঘরকে আলোকিত করা হয় এই সময়ে।
সাধারণ মানুষের দাবি, যেভাবে তেল সহ অন্যান্য সামগ্রীর দাম বৃদ্ধি পেয়েছে তাতে এসব সম্ভব নয়। ভারতীয় সংস্কৃতির প্রাচীন প্রথা মেনে দীপাবলিতে শুধু নিয়ম রক্ষার্থে প্রদীপ জ্বালানো হবে এবছর। সেটা শুধু নিয়ম রক্ষার জন্য করা হবে।
কুমোর পাড়ার বাসিন্দারা প্রদীপ বিক্রি না হওয়ায় স্বাভাবিকভাবে হতাশাগ্রস্থ। তারা জানাচ্ছেন দোকানদাররা এবছর সেভাবে তাদেরকে প্রদীপের বরাত দেয়নি। দীপাবলির সময় মাটির তৈরি প্রদীপ বিক্রি করার অর্থে তারা সারা বছর সংসার চালান। এবছর বিক্রি কম হওয়ার জন্য তারা চরম অর্থনৈতিক সংকটে পড়বেন।
 দোকানদারদের একাংশের দাবি এবছর মাটির প্রদীপের থেকে চায়না আলোর চাহিদা বেশি রয়েছে।