New Update
/anm-bengali/media/post_banners/NrblsfKJVsgUdj2jEmOO.jpg)
রাহুল পাসোয়ান, আসানসোলঃ আসানসোলের বার্নপুরে নাকড়াশোতা বড়দিঘারী জনকল্যাণ সমিতির কালি পুজোর থিম হচ্ছে ভুবনেশ্বর মন্দিরের আদলে মন্ডপ। কালীপুজোর আগে থেকেই এই মন্ডপ দেখতে দর্শনার্থীদের ভিড় দেখা গেল। জানা গিয়েছে এবছর নাকড়াশোতা বড়দিঘারী জনকল্যাণ সমিতির কালিপুজো সাত বছরে পড়লো। এবার ভুবনেশ্বর মন্দিরের আদলে মন্ডপ তৈরি করা হয়েছে। এমনকি মন্দিরের আদলে প্রতিমাও করা হয়েছে। পুজো কমিটির তরফে জানানো হয়েছে এই বছর 7 লক্ষ টাকা ব্যয়ে এই মন্ডপ ও প্রতিমা তৈরি করা হয়েছে। আলোকসজ্জা রয়েছে চোখে পড়ার মতো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us