নিজস্ব সংবাদদাতাঃ কালীপুজো প্যান্ডেলে প্রবেশের ক্ষেত্রে দর্শনার্থীদের ছাড়পত্র দিল না কলকাতা হাইকোর্ট। গত বছরের নির্দেশই বলবৎ রাখা হল। এবারও কালীপুজো, জগদ্ধাত্রী পুজো বা কার্ত্তিক পুজোয় দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হল। মুখে মাস্ক থাকলেও প্রবেশ করা যাবে না। ভ্যাকসিনের ডবল ডোজ় নেওয়া হলেও ছাড়পত্র দেওয়া হবে না বলেই জানিয়ে দিল আদালত। সব মিলিয়ে দর্শনার্থীদের ভিড়ে নিষেধাজ্ঞা জারি করা হল আদালতের তরফে।