/anm-bengali/media/post_banners/J5mK6Mw6JulewX54BMsf.jpg)
দেবাশিস বিশ্বাস, কোচবিহারঃ দিনহাটা বিধানসভা উপনির্বাচনে জয়ী প্রার্থী উদয়ন গুহকে সংবর্ধনা জানালেন দিনহাটার চিত্রশিল্পী সংগঠন ক্যানভাসের সদস্যরা। বুধবার সকালে দিনহাটা শহরে বাবুপাড়া সংলগ্ন এলাকায় সদ্য নবনির্বাচিত বিধায়ক উদয়ন গুহকে তার বাড়িতে গিয়ে তাঁকে সংবর্ধনা জানান। এদিন সেখানে এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের পক্ষে প্রসেনজিৎ ভৌমিক, মদন গোপাল চৌধুরী, সুজয় সাহা, অনুপ রায়, পার্থপ্রতিম চন্দ, হীরক সরকার, বকুল সরকার, রতন কর সহ আরো অনেকে। এদিন উদয়ন বাবুর হাতে মানপত্র তুলে দেওয়ার পাশাপাশি তাকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানানো হয়। এ প্রসঙ্গে সংশ্লিষ্ট ওই সংগঠন ক্যানভাসের পক্ষে প্রসেনজিৎ ভৌমিক জানান, " এদিন সদ্য নবনির্বাচিত বিধায়ক উদয়ন গুহকে সম্বর্ধনা জানানো হলো। তিনি গোটা কোচবিহার জেলার অন্যতম রাজনৈতিক ব্যক্তিত্ব। তাকে সম্মানিত করতে পেরে আমরা গর্বিত।" প্রসঙ্গত, দীর্ঘ ছয় মাস বিধায়কহীন অবস্থায় থাকার পর কোথাও যে উন্নয়ন থমকে রয়েছে সেই বিষয়টি আঁচ করতে পারেন আট থেকে আশি সকলেই। এই সূত্র ধরেই এদিন সংবর্ধনা জ্ঞাপনের পর উদয়ন বাবু জানিয়েছেন, সমাজের বিভিন্ন স্তরের মানুষকে সঙ্গে নিয়ে উন্নয়নকে আরও এগিয়ে নিয়ে যেতে তিনি বদ্ধ পরিকর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us