New Update
/anm-bengali/media/post_banners/xTjD9Hz7pII1wA1Weghw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারত সরকার ১০ জন পাকিস্তানি মৎস্যজীবীকে মুক্তি দিল। সম্প্রতি প্রোটোকল অফিসার সুনীল পাল বলেন, "প্রায় ৪-৫ বছর আগে অনধিকার প্রবেশের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছিল এবং এখন তাদের কারাবাসের মেয়াদ শেষ হওয়ার পর ছেড়ে দেওয়া হয়েছে।" তাঁদের আট্টারি সীমান্ত মারফত ফেরত পাঠানো হয় বলে জানা গিয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us