দিল্লি বিধানসভার কাছে সময় চাইল ফেসবুক

author-image
Harmeet
New Update
দিল্লি বিধানসভার কাছে সময় চাইল ফেসবুক


নিজস্ব সংবাদদাতাঃ
দিল্লি বিধানসভার কাছে সময় চাইল ফেসবুক। দিল্লির দাঙ্গা ইস্যুতে দিল্লি বিধানসভার ‘শান্তি ও সম্প্রীতি’ রক্ষার বিশেষ কমিটির কাছে হাজির হওয়ার জন্য ১৪ দিনের সময় চেয়ে নিল ফেসবুক ইন্ডিয়া কর্তৃপক্ষ। জানা গিয়েছে, দিল্লি বিধানসভার ওই কমিটিকে ইমেল মারফত ফেসবুক কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের কাছে হাজির হওয়ার জন্য উপযুক্ত আধিকারিককে বেছে নেওয়ার জন্যই সময় লাগবে। নভেম্বর মাসের ১৮ তারিখে দিল্লি বিধানসভার ওই বিশেষ কমিটির কাছে উপস্থিত হওয়ার কথা ছিল ফেসবুক কর্তৃপক্ষের। উল্লেখ্য, দিল্লি বিধানসভার এই কমিটির সচিব সদানন্দ শাহ ফেসবুককে একটি চিঠিতে জানান, “২০২০ সালে ফেব্রুয়ারি মাসে বিশাল আকারের সাম্প্রদায়িক দাঙ্গার সাক্ষী ছিল গোটা দিল্লি। এর পরে শান্তি ও সম্প্রীতি বজার রাখতে ও ধর্মে ধর্মে বিভেদ রক্ষা করার ক্ষেত্রে এই বিশেষ কমিটি গঠন করে দিল্লি বিধানসভা।” তিনি আরও লেখেন, “দিল্লিতে যেহেতু লক্ষ লক্ষ ফেসবুক ব্যবহারকারী রয়েছেন, তাই এই বিশেষ কমিটি ফেসবুক কর্তৃপক্ষের বক্তব্য শুনতে চেয়ে তাদের প্রতিনিধিকে ডেকে পাঠায়।”