'ইশ' ভারত

author-image
Harmeet
New Update
'ইশ' ভারত



নিজস্ব সংবাদদাতাঃ আর পাঁচজন ভারতীয়দের মতোই তাঁকে দেখতে। হিন্দিও বলতে পারেন। তবে তিনি খেলেন নিউজিল্যান্ডের হয়ে। তাঁর নাম ইশ সৌধি। ভারত বনাম নিউজিল্যান্ডের বিশ্বকাপ খেলায় তিনি সবাইকে আতঙ্কিত করে দেন। ভারতীয় ব্যাটিং লাইনকে জখম করে দেওয়া ইশ স্পিনের পাঠ নিয়েছেন ইউটিউব দেখে।