New Update
/anm-bengali/media/post_banners/HFL2smAPjGnP5yQTTtFa.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ তুরস্কে পুরাতত্ত্ববিদরা এক বহুমূল্য সম্পদের খোঁজ পেয়েছেন। এই সম্পদ আলেকজান্ডারের সময়কালের। ঐতিহাসিকরা এখানে পাথর কেটে তৈরি ৪০০ সমাধি খুঁজে পেয়েছেন। জানা গিয়েছে এই কবরস্থান প্রায় ১৮০০ বছরের পুরনো। এই কবরস্থানের দেওয়ালে রয়েছে সুন্দর ওয়াল পেন্টিং। এছাড়াও এখান থেকে পাওয়া গিয়েছে বহুমূল্য জিনিসপত্রও। স্থানীয় মানুষজন এই আবিস্কারকে গুপ্তধন বলে অভিহিত করছে।
​
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us