নিজস্ব প্রতিনিধি, পূর্ব মেদিনীপুর : বাংলাদেশের ঘটনার প্রতিবাদে নন্দীগ্রাম বিধানসভার অন্তর্গত তেখালি ব্রিজ থেকে মহেশপুর পর্যন্ত মহা মিছিলের আয়োজন করা হয় বিজেপির তরফে। সেই মিছিলে সনাতনী হিন্দুদের সঙ্গে পা মেলালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। পূর্ব মেদিনীপুর জেলার "নন্দীগ্রাম" বিধানসভার মহেশপুর "হরি মন্দির" মাঠে বাংলা সহ সারা বিশ্বের সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের মানুষের সুরক্ষা ও কল্যানের কামনায় মহাযজ্ঞ করলেন শুভেন্দু অধিকারী।