নিজস্ব সংবাদদাতাঃ কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই অবস্থান বদলাল রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদও। শনিবার নির্দেশিকা জারি করে জানিয়ে দিল, কালীপুজো বা ছট পুজোতে বাজি ফাটানো যাবে না। ওয়েস্ট বেঙ্গল পলিউশন কনট্রোল বোর্ডের তরফে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কলকাতা হাইকোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে উৎসবের দিনগুলিতে কোনও রকম বাজি পোড়ানো যাবে না।