New Update
/anm-bengali/media/post_banners/UgpnD86n9FMrAcI4UmlP.jpg)
রাহুল পাসোয়ান, দুর্গাপুরঃ উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে মৃত্যু হয় দুর্গাপুরের এক দম্পতির।শনিবার মৃত দম্পতির মৃতদেহ নিয়ে আসা হল দুর্গাপুরে।
দুর্গাপুরের উত্তরাখণ্ডে বেড়াতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গাড়ি পড়ে গিয়ে মৃত্যু হয় তাঁদের।দুর্গাপুরের ভট্টাচার্য্য দম্পতির মৃতদেহ শনিবার নিয়ে আসা হয় দুর্গাপুরে। শনিবার মৃতদেহ দুর্গাপুরে পৌঁছালে তাদের শ্রদ্ধা জানান রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক।সেদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক সহ দুর্গাপুরের একাধিক কাউন্সিলর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us