New Update
/anm-bengali/media/post_banners/IvjGwa7i6TA2rgHdTaSs.jpg)
দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে হাতির পাল। তিনদিন ধরে হাতির হানা শালবনীর পিড়াকাটা এলাকায়। ব্যাপক ক্ষতি ধানের জমির। প্রায় কুড়িটি হাতির পাল পিড়াকাটা রেঞ্জের পাথরির জঙ্গলে আশ্রয় নেয়।
দীর্ঘক্ষণ ধান খেয়ে মাড়িয়ে নষ্ট করে। স্থানীয় কয়েকজন বাসিন্দা হুলা জ্বেলে তাড়ানোর চেষ্টা করেন। চাঁদড়ার ডুমুরকোঠাতেও তিনটি হাতি ধানের জমিতে নেমে ক্ষতি করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us