দিগবিজয় মাহালী, চন্দ্রকোনাঃ বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলার আদ্রা ডিভিশনের চন্দ্রকোনা রোড রেলস্টেশন পরিদর্শন করলেন সাউথ ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। এইদিন চন্দ্রকোনা রোড স্টেশন চত্বর বিভিন্ন দিক থেকে পরিদর্শন করলেন।পাশাপাশি T.O.D অফিস উদ্বোধন এবং চন্দ্রকোনারোড রেলস্টেশন সংলগ্ন একটি চিলড্রেন পার্কের উদ্বোধন করলেন জেনারেল ম্যানেজার অর্চনা যোশী। এছাড়া উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন DRM সহ অন্যান্য সাউথ ইস্টার্ন রেলওয়ের উচ্চপদস্থ আধিকারিকরা।