প্রায় এক কোটি টাকার ভোলা মাছ উঠল দীঘার মোহনায়

author-image
Harmeet
New Update
প্রায় এক কোটি টাকার ভোলা মাছ উঠল দীঘার মোহনায়

 দিগ্বিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ প্রায় এক কোটি টাকার তেলিয়া ভোলা মাছ উঠল দীঘা মোহনার মৎস্য আড়ৎ-এ। মাছ দেখতে ভিড় উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের। এবার একটা দুটো নয়, প্রায় 33 টি তেলিয়া ভোলা উঠলো মা বাসন্তী নামের একটি ট্রলারে। প্রায় এক কোটি টাকার মাছ এই ট্রলারে ওঠায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা দীঘা মোহনার মৎস্য বাজারে। জানা গেছে এই তেলিয়া ভোলা প্রতিকেজি বাজার মূল্য 12 হাজার 600 টাকা করে। 33 টি মাছের মূল্য প্রায় এক কোটি টাকা। এক একটি মাছের মূল্য প্রায় তিন লক্ষ টাকা করে। এর আগে একটি দুটি উঠতে দেখা যেত তাতেই চাঞ্চল্য ছড়াত। এখন এককালীন 33 টি মাছ দেখতে দীঘা মোহনার মৎস্য বাজারে উৎসুক মৎস্যজীবী ও পর্যটকদের ভিড় জমেছে। মাছগুলো বিক্রয়ের জন্য শ্যামসুন্দর দাসের আড়ৎএ দেওয়া হয়েছে।