লোহা মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান পুলিশের, গ্রেফতার ৭

author-image
Harmeet
New Update
লোহা মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযান পুলিশের, গ্রেফতার ৭

হরি ঘোষ, রানীগঞ্জ: লোহা মাফিয়াদের বিরুদ্ধে বড় অভিযানে রানীগঞ্জ থানার পুলিশ। হাতেনাতে পাকড়াও সাত দুষ্কৃতী। ঘটনাস্থল থেকে বাজেয়াপ্ত প্রচুর লোহা ও লোহার যন্ত্রাংশ। গোপন সূত্রে খবর পেয়ে রানীগঞ্জ থানা ভারপ্রাপ্ত আধিকারিক অজয় মণ্ডলের নেতৃত্বে রানীগঞ্জের চিনাকুরি এলাকায় বন্ধ বার্ন স্ট্যান্ড কারখানায় অভিযান চালায়। সেই সময় বেশ কয়েকজন লোহা চোর লোহা চুরি করছিল। পুলিশের হঠাৎ এই অভিযানে রানীগঞ্জের জোরেজ আলম, রবি মল্লিক বাউরী, বিট্টু আনসারী, মিরাজ সেখ সাতজন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে।