/anm-bengali/media/post_banners/NAcwmtzs0sGcJT6mA3uA.jpg)
প্রসেনজিৎ অধিকারী, হাওড়াঃ হাওড়া শিবপুর থানা এলাকায় হাইকোর্টের উকিলকে রাস্তার উপরে কুপিয়ে খুনের চেষ্টা। গুরুতর জখম অবস্থায় তাকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে চলছে তার চিকিৎসা। প্রাথমিকভাবে জানা গেছে তানভীর আলম নিজের বন্ধুর সাথে বাড়ির পাশে একটি চা দোকানে চা খাওয়ার জন্য দাঁড়িয়ে ছিলেন। সেই সময় প্রথমে দুজনে হেঁটে আসে ও তার উপরে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এই ঘটনায় তার বাঁ হাতে গুরুতর আহত হয়েছে। এরপর তার পিঠে বিভিন্ন জায়গা ধারাল অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছে। সেই সময় তিনি নিজেকে বাঁচানোর চেষ্টা করেন ও পাশে দেখতে পেয়ে আর একজন এসে তাঁকে বাঁচাবার চেষ্টা করলেও আহত হয়েছে। দুজনেরই চিকিৎসা চলছে হাওড়ার একটি বেসরকারি হাসপাতালে ঘটনা খবর পেয়ে ছুটে আসে শিবপুর থানা পুলিশ। ঘটনাস্থলে পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এসে পৌঁছেছেন। হাইকোর্টের আইনজীবীকে কুপিয়ে খুনের চেষ্টার গোটা ঘটনা সেখানে লাগানো সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। তদন্ত শুরু করেছে হাওড়া সিটি পুলিশ। কী কারণে তার উপরে হামলা করা হয়েছে তা এখনো জানা যায়নি। শেষ পাওয়া খবর অনুযায়ী, এই ঘটনায় এখনও অবধি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us