New Update
/anm-bengali/media/post_banners/4ktkPtEe9EpXvhGxZaeg.jpg)
দিগ্বিজয় মাহালী, মেদিনীপুরঃ পুজোর পরেই জেলায় বাড়ছে করোনার সংক্রমণ। তবুও অসচেতন মানুষ, হুঁশ ফেরেনি ভ্যাকসিন নিতে আসা মানুষজনেরও।ভ্যাকসিনের লাইনে উপচে পড়া ভিড়, গাদাগাদি করে দাঁড়িয়ে আছে শতাধিক মানুষজন। কিন্তু লাইনে সামাজিক দূরত্ব বিধির বালাই তো নেই, অপরদিকে অধিকাংশের মুখে নেই মাস্ক, কেউ রেখেছে ব্যাগে তো কেউ রেখেছে মুখ থেকে নিচে নামিয়ে,কেউবা আবার মাস্ক আনতে ভুলেই গিয়েছে। এমনই বক্তব্য টিকার লাইনে দাঁড়িয়ে থাকা মানুষদের। ক্যামেরার সামনে প্রশ্ন করলে তারা মাস্ক বার করে মুখে পড়ে নেয়। আবার অনেকেই মাস্ক পরা বাধ্যতামুলক জেনেও তা হেসে উড়িয়ে দেয়। এমনি অসচেতনতার ছবি দেখা গেল আজ সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের টিকাকরণ কেন্দ্রের সামনে। ঘটনায় উদ্বিগ্ন সচেতন মানুষজন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us