কোন মরসুমে শারীরিক মিলন সবচেয়ে বেশি প্রয়োজন?

author-image
Harmeet
New Update
কোন মরসুমে শারীরিক মিলন সবচেয়ে বেশি প্রয়োজন?

নিজস্ব সংবাদদাতাঃ যখন সময়, পরিস্থিতি এবং ইচ্ছে হয়, সাধারণত সেই সময়ই শারীরিক মিলনে লিপ্ত হন যে কোনও জুটি। কিন্তু সব কিছুরই বিশেষ সময় রয়েছে। সাধারণত ঘনিষ্ট মুহূর্তগুলি রাতের জন্য তুলে রাখেন সকলে। কিন্তু  সূর্যোদয়ের পর সকাল ৯টা বা ১০টা মধ্যে যৌনমিলন হলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়।  শীত বা বসন্তে যৌনমিলন করলে সবচেয়ে ভাল অভিজ্ঞতা পেতে পারেন। গরমকালে শরীর বেশি ক্লান্ত থাকা যৌনরস ঠিক মতো উৎপাদন হয় না। শীতকালে বা বসন্তকালে যৌনমিলনে লিপ্ত না হলে শরীরে যৌনরস নষ্ট হয়। তাই এই সময়ে সপ্তাহে ৩ দিন যৌনমিলনে লিপ্ত হন। কিন্তু গরমে সপ্তাহে ১ বা ২ দিনের বেশি যৌন মিলনের লিপ্ত হবেন না।