New Update
/anm-bengali/media/post_banners/opK0sYl5WG8Gy1KKOyje.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ উপোস করলেই নাকি তড়তড়িয়ে বাড়ে সঙ্গমের চাহিদা।যা যৌন মিলনকে আরও দৃঢ় করে। শুধু তাই নয় এর পাশাপাশি মুডও ভাল থাকে। এবং ঘুমও ভাল হয়। আর দেরি কিসের, যৌলমিলন উপভোগ করতে প্রতিমাসে একদিন করে উপোস করুন, আর ফল পান হাতেনাতে। যৌনতা এমনই একটা জিনিস যা নিয়ে অনেকেরই ভিন্ন রকমের ফ্যান্টাসি রয়েছে। একেকজন একেক রকমভাবে যৌনতাকে উপভোগ করে। ঘরবন্দি দশায় প্রত্যেকেই অনেক বেশি পরিমাণে যৌন মিলনে মেতে উঠেছেন দম্পতিরা। যারা অতিরিক্ত খাবার খান না, ডায়েট মেনে চলেন তাদের যৌন জীবন অনেক বেশি মধুর হয়। একটানা দীর্ঘদিন ধরে যারা এই নিয়ম মেনে চলেছেন তাদের রাতের ঘুম যেমন ভাল হয় তেমনি যৌন জীবন নিয়েও তারা অনেক বেশি সুখী।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us