/anm-bengali/media/post_banners/GGtzC3pbEkA019mc2E5U.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ শারীরিক তৃপ্তি মেটাতে ভালোবাসার প্রথম ধাপই হল চুম্বন। গাঢ় চুম্বনেই অজান্তে বাসা বাধছে জটিল রোগ। গভীর চুম্বনে গণোরিয়া রোগের শিকার হতে পারেন আপনি। যৌন মিলনে সঙ্গিনীকে খুশি করতে সবার আগে সর্তক হোন। সঙ্গিনীকে আনন্দ দিতে এবং শারীরিক তৃপ্তি মেটাতে ভালবাসার প্রথম ধাপই হল চুম্বন। শুরুর দিকে গালে, কপালে ঠোঁটে আলতো করে চুম্বন দিলেও যত দিন যেতে থাকে ততই যেন তার গভীরতা বাড়তে থাকে। ঠোঁটের গাঢ় চুম্বনই উস্কে দেয় যৌনতাকে। যৌনতার শুরুই হয় এই চুম্বন দিয়ে। চুম্বন নিয়ে অনেকেরই অনেকরকমের আসক্তি থাকে। গাঢ় চুম্বন অর্থাৎ ফ্রেঞ্চ কিসেই সবথেকে বেশি তৃপ্তি খুঁজে পায় যুবক যুবতীরা। কিন্তু এটা জানেন কি এই ভালবাসাই সর্বনাশের কারণ হয়ে উঠতে পারে। গাঢ় চুম্বনেই অজান্তে বাসা বাধছে জটিল রোগ। একবার এই কঠিন রোগে আক্রান্ত হয়ে পড়লে কোনও অ্যান্টিবায়োটিকেও তা কাজ করে না। তাই চুম্বনের আগে সাবধান। তবে শুধু গণোরিয়াই নয়, আরও বিভিন্ন রোগও বাসা বাধতে পারে এই ফ্রেঞ্চ কিসের মাধ্যমে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us