শক্তির অনেক রূপ, তার মধ্যে একটি হলো মা কালি

author-image
Harmeet
New Update
শক্তির অনেক রূপ, তার মধ্যে একটি হলো মা কালি

রাহুল পাসোয়ান,পশ্চিম বর্ধমান: শক্তির অনেক রূপ, তার মধ্যে একটি হল মা কালি। তার মধ্যে মা কালীকে আবার অনেক রূপে দেখা যায় অনেক নামে।
সেই রকমই মায়ের এক রূপ যা সচরাচর পাওয়া যায় না; মায়ের সাদা রূপ, আর এই রূপের নাম মা ফলহারিণী কালী।
মা কালী এই সাদা রূপে পূজিত হয় পশ্চিম বর্ধমান জেলার কুলটি এলাকায়। কুলটি বিধানসভার 17 নম্বর ওয়ার্ডের লালবাজার এলাকার মধুময় ঘোষ স্বপ্নাদেশ পাওয়ার পর বাঁকুড়া শুশুনিয়া পাহাড় থেকে মায়ের শীলা মূর্তি নিয়ে এসে প্রতিষ্ঠা করেন নিজের বাড়িতে। এরপর থেকে শুরু হয় মায়ের সাদা রূপে আরাধনা।