১০,০০০ হাজার গাছের অপসারণ করতে চলেছে ক্যালিফোর্নিয়া সরকার

author-image
Harmeet
New Update
১০,০০০ হাজার গাছের অপসারণ করতে চলেছে ক্যালিফোর্নিয়া সরকার

​নিজস্ব সংবাদদাতাঃ  ক্যালিফোর্নিয়ার দাবানলের পর আগুন, খরা, রোগ বা বয়সের কারণে দুর্বল হয়ে পড়া ১০,০০০ গাছের উপরের দিকের অংশ অবশ্যই অপসারণ করতে হবে। এমনটাই জানিয়েছেন পরিবেশ বিশেষজ্ঞরা। এই কাজের জেরে নিকটবর্তী মহাসড়ককে বিশ্বের দুটি বৃহত্তম সিকোইয়া গাছ  দর্শনার্থীদের জন্য বন্ধ রাখবে সরকার।