New Update
/anm-bengali/media/post_banners/hzNo8yJWvyT3Ywfea8KZ.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সঙ্গমে অনীহা? কিছুতেই যেন আর ভালো লাগে না সঙ্গীর সঙ্গে যৌনতায় মাততে। জীবন থেকেও হারাচ্ছেন আশা? যৌন জীবন সুস্থ ও স্বাভাবিক না থাকলে অনেক রকম মানসিক সমস্যা এবং শারীরিক অসুবিধা তৈরি হতে পারে। কিন্তু তাই বলে ওষুধের সাহায্য নেবেন না। বরং মেনে চলুন এই সহজ কয়টি নিয়ম বা উপায়। গান বা সঙ্গীত এমন এক জিনিস যা যে কোনও সময় মানুষের মন ভালো করতে পারে। গবেষণা বলছে সঙ্গীতই ফিরিয়ে দিতে পারে সুস্থ যৌন জীবন। সঙ্গমের আগে বেডরুমে দু'জনের পছন্দের গান চালান। কিছুক্ষণ মন দিয়ে শুনুন। এতে প্রথমেই সারাদিনের ক্লান্তি দূর হবে। এর পর ঘনিষ্ট হবার চেষ্টা করুন দেখুন বদলে যাবে আপনার জীবন। গান শুনলে হ্যাপি হরমোনের ক্ষরণ বাড়ে। এর ফলে মন চনমনে হয়। যৌনতার অনীহা কাটে। তবে সব সময় সঙ্গীর পছন্দের কথা মাথায় রেখেই গান চালান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us