২ওভার বল করতে পারেন হারদিক; বিরাট

author-image
Harmeet
New Update
২ওভার বল করতে পারেন হারদিক; বিরাট



নিজস্ব সংবাদদাতাঃ টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান দ্বৈরথ আগামীকাল। দুবাইয়ে মুখোমুখি হবে দুই দেশ। ম্যাচের আগে ভারতীয় শিবিরে প্রশ্ন। দলে হার্দিক ঢুকলে কি বোলিং করবেন? এর প্রেক্ষিতে বিরাট বলেন, "পাক ম্যাচের জন্য আমরা পুরোপুরি তৈরি। ক্রমশ ফিট হয়ে উঠছেন হার্দিক। ম্যাচে ২ ওভার বল করতে পারেন হার্দিক।"