New Update
/anm-bengali/media/post_banners/W6aGeyVADH7irxUMYQ33.jpg)
দিগ্বিজয় মাহালি, ডেবরাঃ পারিবারিক বিবাদের জেরে শনিবার সকালে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল এক গৃহবধূ। বাড়ী ডেবরা ব্লকের ৭ নং মহিলাটি অঞ্চলের মধুবনপুর এলাকায়।মৃতের নাম রীতা সামন্ত জানা। বয়স -২৪। শনিবার সকালে বাড়ীতেই ঝুলন্ত অবস্থায় দেখতে পায় পরিবারের লোকজন। পরে ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us