New Update
/anm-bengali/media/post_banners/x8lDOCYw99YFf05WnWLm.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ইমরান খানকে এক হাত নিলেন বিখ্যাত লেখিকা তসলিমা নাসরিন। পাকিস্তানে লাগাতার বাড়তে থাকা ইস্যুতে গতকাল পাক প্রধানমন্ত্রী বলেন যে যদি একজন মহিলা স্বল্পবসনা হয়ে ঘুরে বেড়ান, তবে তার প্রভাব একজন পুরুষের উপর পড়তে বাধ্য। এর ফলে মন চঞ্চল হতে পারে পুরুষের। যদি না তিনি রোবট হন। এটা একটা খুব সাধারণ বোধের ব্যাপার। এদিকে এই মন্তব্যের পাল্টা দেন তসলিমা। তিনি টুইটারে একটি ছবি পোস্ট করে বলেন, ছেলেরা দেহ প্রদর্শন করলে মেয়েদেরও মন চঞ্চল হওয়া স্বাভাবিক।
If a man is wearing very few clothes, it will have an impact on women, unless they are robots. pic.twitter.com/2Bdix7xSv7
— taslima nasreen (@taslimanasreen) June 22, 2021
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us