নিজস্ব সংবাদদাতাঃ স্টুডেন্ট ক্রেডিট কার্ডের মাধ্যমে উচ্চশিক্ষায় ঋণ দেওয়ার প্রকল্প ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর দেখা যায়, ব্যাঙ্কগুলি নানা গড়িমসি করছে এই ঋণ দিতে। তখন প্রশ্ন ওঠে রাজ্য সরকার যেখানে গ্যারান্টার সেখানে ঋণ দিতে অসুবিধা কোথায়? তার পর নানা বৈঠকের পর বেশিরভাগ রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক ছাত্রছাত্রীদের ঋণ দিতে রাজি হয়েছে। কিন্তু সেখানে রাজ্যের নিজস্ব সমবায় ব্যাঙ্কগুলি এগিয়ে আসেনি বলে অভিযোগ। এই খবর নবান্ন পর্যন্ত যেতেই তৎপর হয়ে ওঠেন প্রশাসনিক কর্তারা। রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলিকে কার্যত কড়া নির্দেশ দিল নবান্নের।