নিজস্ব সংবাদদাতাঃ একেবারে জোর শোরগোল। উত্তর ২৪ পরগনার বসিরহাট উপসংশোধনাগার থেকে পালাল ৩ বন্দি। সকালে যথারীতি আসামীদের গুনছিলেন জেলকর্মীরা। সেই সময় তাঁদের নজরে আসে তিনজন আসামীর খোঁজ মিলছে না। এরপরই বোঝা যায় তিনজন বিচারাধীন বন্দি চম্পট দিয়েছে। এরপর জেল কর্তৃপক্ষ বুঝতে পারে বাথরুমের জানালা ভাঙা অবস্থায় রয়েছে। অর্থ্যাৎ বাথরুমের জানালা ভেঙেই পালিয়েছে দুষ্কৃতীরা।