New Update
/anm-bengali/media/post_banners/ROgF8sfwj7Np87A3DcUC.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বড় ঘোষণা করল সুইগি। এবার মেয়েরা পাবেন ঋতুকালীন ছুটি। আর এমনটাই জানালেন সুইগির ভাইস প্রেসিডেন্ট মিহির শাহ। সুইগির এহেন সিদ্ধান্তে দেশজুড়ে প্রশংসার ঝড় উঠেছে। সংস্থার তরফে বলা হয়েছে, প্রতি মাসে দু’দিন করে ঋতুস্রাব চলাকালীন ছুটি পাবেন সংস্থার কর্মীরা। মহিলাদের কাজের সুস্থ পরিবেশ দিতেই এই পদক্ষেপ বলে জানানো হয়েছে সংস্থার তরফে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us