​নিজস্ব সংবাদদাতাঃ এএফসি কাপ (AFC Cup) অতীত। নজরে এ বার আইএসএল (ISL)। দেশের সেরা ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতিতে নেমে পড়ল এটিকে মোহনবাগান (ATK Mohun Bagan)। আজ থেকেই অনুশীলন শুরু হাবাসের দলের। এএফসি কাপের জোনাল সেমিফাইনালে উজবেকিস্তানে এফসি নাসাফের কাছে হাফডজন গোল হজম করেছিলেন অমরিন্দররা। এর পর কম সমালোচনা সইতে হয়নি হাবাসকে। তবে ব্যর্থতা ভুলে আসন্ন আইএসএল জিতে সমস্ত গ্লানি মুছতে মরিয়া প্রীতম কোটাল, রয় কৃষ্ণারা।