New Update
/anm-bengali/media/post_banners/WEgCtZelvqGqFIgyoLva.jpg)
শাহরুখের সংকটজনক অবস্থা, ছেলে আরিয়ান জেলে। এই সময় কাজল তাঁর পাশে না থেকে ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’ র ২৬ বছর উদযাপন করছে তা একেবারেই ভালভাবে মেনে নেননি নেটিজেনরা।
গতকাল কাজলের পোষ্ট করা সোশ্যাল মিডিয়া স্টোরিকে নিয়ে কৌতুকের মুখে পরতে হল ‘দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে’র নায়িকা কাজলকে। তাঁকে নানা ধরনের কুরুচিকর কথার স্বীকার হতে হয় এস আর কে ফ্যানদের কাছ থেকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us