ভারত-পাকিস্তান খেলার আগে চাপমুক্ত বিরাট

author-image
Harmeet
New Update
ভারত-পাকিস্তান খেলার আগে চাপমুক্ত বিরাট

​নিজস্ব সংবাদদাতা ঃ রবিবারের ভারত-পাক (India vs Pakistan) মহারণ ঘিরে পারদ চড়তে শুরু করে দিয়েছে। আগুনে মেজাজে একে অপরের দিকে স্লোগানও ছুড়তে শুরু করে দিয়েছে। দুই দলের ক্রিকেটাররাও প্রহর গুণছেন মাঠে নামার অপেক্ষায়। মুখিয়ে ভারত-পাক দুই দলের সমর্থকরাও। কিছুটা উত্তেজিত, কিছুটা টেনশন। তবে ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) হাইভোল্টেজ ম্যাচের আগে একেবারেই চাপে নেই। রবিবারের ম্যাচ শুরু হওয়ার আগে ক্যাপ্টেন কোহলির টুইটে রসিকতা ভরা। আইপিএলে (IPL) আরসিবির (RCB) জার্সি স্পনসর সংস্থার একটি টি-শার্ট পরে ছবি পোস্ট বিরাটের। ক্যাপশনে কোহলি লিখেছেন, ‘রবিবার বড় ম্যাচ। সবাই চিন্তায় রয়েছে। তাইতো?’ এর উত্তর হিসেবে নিজের টি-শার্টে লেখা স্পনসরের নাম দেখান বিরাট। আর তাতেই উত্তর পেয়ে যান ক্রিকেটপ্রেমীরা।