/anm-bengali/media/post_banners/KthHeMok7JYRM4tmiOIL.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ আলাপন ইস্যুতে এবার কেন্দ্রকে আক্রমণ করল রাজ্য সরকার। এদিন তৃণমূল ভবনে সাংসদ সৌগত রায় বলেন, 'আলাপনের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে কেন্দ্র। বৈঠকে না থাকায় আলাপনের বিরুদ্ধে বিপর্যয় মোকাবিলা আইন। মুখ্যমন্ত্রীই রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতরের প্রধান।মুখ্যমন্ত্রী-মুখ্যসচিবই বিপর্যয় মোকাবিলা দফতরের দায়িত্বে। এব্যাপারে কেন্দ্রের পদক্ষেপ হাস্যকর। যা হচ্ছে প্রধানমন্ত্রীর নির্দেশেই হচ্ছে। এভাবে কোনও অফিসারকে কেন্দ্র ডেকে নিতে পারে না। আমলাকে ডাকতে হলে রাজ্য সরকারের মত নিতে হবে। কোনও অফিসারকে নিতে হলে রাজ্যের মত নিতে হয় কেন্দ্রকে। রাজ্য সরকারের অফিসারদের বিচলিত করতেই কেন্দ্রের পদক্ষেপ। স্বাধীনভাবে কাজ করতে না দিতেই কেন্দ্রের এই পদক্ষেপ। ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে কেন্দ্র, এটা মনে করাতেই পদক্ষেপ। যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে দুর্বল করে দিচ্ছে কেন্দ্রের এই পদক্ষেপ।'
আরও খবরঃ
https://anmnews.in/Home/GetNewsDetails?p=3749
/
https://anmnews.in/Home/GetNewsDetails?p=3746
For more details visit
Follow us at
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us