​নিজস্ব সংবাদদাতাঃ মুহূর্তে শত্রুর ট্যাঙ্ক ধ্বংস করতে পারে এই ক্ষেপণাস্ত্র। অরুণাচল প্রদেশে চিনের সীমান্তের কাছে তাওয়াং সেক্টরে সেই ক্ষেপণাস্ত্রের মহড়া দিল ভারতীয় সেনা। সংবাদ সংস্থা প্রকাশ করেছে সেই মহড়ার ভিডিয়ো। ভিডিয়োয় দেখা গিয়েছে, কী ভাবে অস্ত্রে সজ্জিত, যুদ্ধে প্রস্তুত জওয়ানরা পাহাড়ের উপর তৈরি বাঙ্কারে জায়গা করে নিচ্ছেন। যে দলটি শত্রুর অবস্থানের দিকে খেয়াল রেখেছে, সেখান থেকে যেমন নির্দেশ আসছে, সেই অনুসারে দ্রুত ক্ষেপণাস্ত্র সাজিয়ে নিয়ে প্রস্তুত করে নিচ্ছেন তাঁরা।