New Update
/anm-bengali/media/post_banners/AD1tPrdlOAgjPNeOzknk.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ছিলেন বামপন্থী। কয়েকদিন আগেই সিপিআই ছেড়ে কংগ্রেসে যোগ দিয়ে হয়েছেন দক্ষিণপন্থী। এহেন কানহাইয়া কুমার বিলাসিতার বহর দেখিয়ে ট্রোলের শিকার হলেন সোশ্যাল মিডিয়ায়। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের সভাপতি থাকাকালীন কানহাইয়ার মুখে শোনা যেত 'হাম ছিন কে লেঙ্গে আজাদি' স্লোগান। এহেন নেতা কংগ্রেসে যোগ দিয়ে বিলাসবহুল জীবনযাপন করছেন বলে কটাক্ষ বহু মানুষের। এরই একটি নমুনা নিজেই ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন কানহাইয়া। আর তাতেই কটাক্ষের বাণে বিদ্ধ তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us