চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

author-image
Harmeet
New Update
চিকিৎসায় গাফিলতিতে রোগী মৃত্যুর অভিযোগ

দেবাশিস বিশ্বাস, কোচবিহার:  চিকিৎসায় গাফিলতির কারণে এক রোগীর মৃত্যু অভিযোগ উঠল কোচবিহার মেডিক্যাল কলেজও হাসপাতালের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে । অভিযোগ হাসপাতালে অক্সিজেন থাকা সত্ত্বেও অক্সিজেন সময় মতো না দেওয়ার কারণে মৃত্যু হয় কোচবিহার এর বিন্দেশ্বর চৌপথি এলাকার বাসিন্দা মনোজ ওঝার। মৃতের পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় শ্বাসকষ্ট অবস্থায় কোচবিহার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। এরপর মঙ্গলবার ভোর ৩টে নাগাদ অক্সিজেন লেভেল কম হওয়ায় ১ ঘন্টা পর তাকে অক্সিজেন দেওয়া হয়েছিল । সোমবার রাতে তার সাথে বাড়ি লোকজন কথাও বলেছে । অভিযোগ রাতে তার অক্সিজেন শেষ হয়ে যায়। এরপর সেটা হাসপাতালে ডিউটিতে থাকা কর্তব্যরত কর্মীদেরকে জানানো হলে কেউই লাগিয়ে দেয়নি বলে অভিযোগ। যদিও এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানান, বিষয়টি তাদের জানা নেই। লিখিত অভিযোগ পেলে খতিয়ে দেখা হবে।