নিজস্ব সংবাদদাতাঃ এখন কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট পাওয়া খুবই সহজ। প্রথমে '9013151515' এই নম্বরটি ফোনে সংরক্ষণ করুন। এবারে হোয়াটসঅ্যাপে ওই নম্বরে "সার্টিফিকেট" টাইপ করুন এবং আপনি কোভিড ভ্যাকসিনেশন সার্টিফিকেট পেয়ে যাবেন। ভ্রমণের জন্য এই সার্টিফিকেট এখন খুবই জরুরি।