দিগ্বিজয় মাহালি,পশ্চিম মেদিনীপুরঃ পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানা এলাকার অন্যতম প্রাচীন লক্ষ্মী পুজো সোনামুই হাট সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটির। এবছর তাদের পুজোর ৬৬ তম বর্ষ। থিম আকারে মন্ডপসজ্জা থেকে প্রতিমা তুলে ধরা হয়েছে। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে পুরানো প্লাস্টিক, জলের বোতল,পাউচ সহ থার্মোকল। মূলত বাতিল হয়ে যাওয়া জিনিস যত্রতত্র ফেলে না দিয়ে তাকে কিভাবে বিভিন্ন কাজে লাগানো যায় তারই বার্তা দিতে এই মন্ডপসজ্জা সোনামুই হাট সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটির। প্রতিবছর এই পুজো কমিটি ধূমধাম করে বিগ বাজেটের সার্বজনীন লক্ষ্মী পুজোর আয়োজন করে আসলেও করোনা পরিস্থিতি ও পরপর বন্যাজনীত কারণে এবছর তাদের পুজোয় বাজেটে কাটছাঁট করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা। দাসপুরে প্রথম সার্বজনীন লক্ষ্মী পুজোর আয়োজন এই সোনামুই হাট সার্বজনীন লক্ষ্মী পুজো কমিটি করে বলে দাবি উদ্যোক্তাদের। সার্বজনীন লক্ষ্মী পুজোয় দর্শনার্থীদের ঢল নামে তাই করোনা বিধি নিষেধ মেনে মন্ডপ ও প্রতিমা দর্শনের আহ্বান জানিয়েছেন উদ্যোক্তারা।