বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন আরিয়ান খান টিম

author-image
Harmeet
New Update
বম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নিলেন আরিয়ান খান টিম

মুম্বাই সেশনস কোর্ট আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট এবং মুনমুন ধামেচার জামিন আবেদন খারিজ করে দিয়েছে।  তাদের আইনজীবীরা বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হওয়ার সিদ্ধান্ত নেন।আরিয়ান খানের জামিন আবেদন বৃহস্পতিবার বম্বে হাইকোর্টে বিচারপতি নিতিন সাম্ব্রের সামনে উল্লেখ করা হতে পারে।



Mumbai Cruise Drugs Case LIVE Updates: Bail plea rejected, Aryan Khan's  lawyers move Bombay HC - India Today


আরিয়ান খানকে আর্থার রোড কারাগারে কাইডি নম্বর N956 হিসাবে রাখা হয়েছে। অভিনেতা শাহরুখ খানের পুত্র খান, আট অক্টোবরে গ্রেপ্তার হওয়া আট জনের মধ্যে ছিলেন।সূত্রের খবর, তাঁদের আইনজীবীরা আগামিকাল বম্বে হাইকোর্টের দারস্ত হতে পারে।