পাহাড়ে নিজের ছবি পোস্ট করে ট্রোলড কানহাইয়া

author-image
Harmeet
New Update
পাহাড়ে নিজের ছবি পোস্ট করে ট্রোলড কানহাইয়া

 নিজের ইনস্টাগ্রামে ছবি পোস্ট করে ট্রোলের শিকার হলেন সদ্য কংগ্রেসে যোগদানকারী কানহাইয়া কুমার। বামপন্থা ছেড়ে হাত শিবিরে তাঁর যোগদান নিঃসন্দেহে বাম আন্দোলনে বড় ঝটকা ছিল। কানহাইয়ারই একদা অনুগামীদের কটাক্ষ ছিল, কংগ্রেসের থেকে 'বড়' অফার পেয়েছেন তিনি। তাই রাতারাতি ভোল পালটে ফেলেছেন। 





আর এবার কানহাইয়ার সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে ফের একবার তাঁকে ট্রোল করতে ছাড়লেন না নেটিজেনদের একাংশ। তাঁদের কথায়, 'কানহাইয়া অবেশেষে আজাদির স্বাদ পেয়েছেন। তবে এটা হল মার্কসবাদ থেকে আজাদি!'