New Update
/anm-bengali/media/post_banners/XrOsqCdfcXbT6PYfmlS8.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ দুর্গাপুজোর সময় ছাড় দিতেই বেড়েছে করোনাভাইরাস সংক্রমণ।তাই লক্ষ্মীপুজো কেটে গেলেই আবারও রাত্রিকালীন বিধিনিষেধ কার্যকর হতে চলেছে রাজ্যে।বুধবার রাত থেকেই বিধিনিষেধ পুনরায় চালু করার নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। করোনাভাইরাস সংক্রমণ নিয়ে নতুন করে যে উদ্বেগ তৈরি হয়েছে, তারইমধ্যে মঙ্গলবার মুখ্যসচিব জেলাশাসকদের সঙ্গে বৈঠক করেন। সূত্রের খবর, করোনার সংক্রমণে লাগাম টানতে একাধিক কড়া নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। তিনি জানিয়েছেন, এখনও পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে যায়নি। তাই অবিলম্বে জেলায়-জেলায় টিকাকরণ বাড়াতে হবে। নমুনা পরীক্ষার সংখ্যা আরও বাড়ানোর নির্দেশ দিয়েছেন। সেইসঙ্গে বুধবার রাত থেকেই রাত্রিকালীন বিধিনিষেধ কার্যকর করতে জানিয়েছেন মুখ্যসচিব।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us