​নিজস্ব সংবাদদাতাঃ টানা বর্ষণে নষ্ট হয়েছে গাঁদা ফুল। ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্মফুলের চাষ। তাই ঠাকুরনগর ফুল বাজারে ফুলের যোগান কম। এর ফলে লক্ষ্মী পুজো উপলক্ষে চড়া দামে বিক্রি হচ্ছে ফুল। যারা পাইকারি ক্রেতা তাঁরাও বাধ্য হয়ে চড়া দামে ফুল কিনছেন। কিন্তু তাঁদের অভিযোগ চড়া দামে ফুল কিনলেও ফুলের গুণগতমান খুব খারাপ।
অপরদিকে, ফুল ব্যবসায়ীদের দাবি প্রাকৃতিক দুর্যোগের কারণে ফুলের যোগান কম সেই কারণে বাধ্য হয়ে তাঁরা চড়া দামে ফুল বিক্রি করছেন।