রাহুল পাসোয়ান,আসানসোলঃ দুর্গাপুজো ঘিরে বাংলাদেশে যে হিংসাত্মক ঘটনা ছড়িয়েছে তার নিন্দা গোটা পৃথিবী জুড়েই উঠতে শুরু করেছে। এবার আসানসোলের গির্জা মোড় থেকে আসানসোল বাস স্ট্যান্ড পর্যন্ত মিছিল করে আসানসোল বিজেপি ঘটনার প্রতিবাদ জানায়। পাশাপাশি আক্রান্তদের পাশে থাকার বার্তা দেওয়া হয়। বাংলাদেশে দুর্গা প্রতিমা ভেঙে দেওয়া থেকে শুরু করে একশ্রেণীর দুষ্কৃতীদের অত্যাচারে বহু মানুষ আক্রান্ত। আর তা নিয়েই প্রতিবাদের ঝড় উঠতে শুরু করেছে দিকে দিকে। পাশাপাশি এই ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন তারা।